কাশিপুর (শিয়ালডাঙ্গা):পুত্র সন্তান চেয়ে আজ থেকে প্রায় ১৫২ বছর আগে শুরু হয় পুরুলিয়া জেলার কাশিপুর থানা অন্তর্গত সিয়ালডাঙ্গা গ্রামে জগদ্ধাত্রী পুজো। কথিত আছে এই গ্রামের বাসিন্দা হারাধন আচার্য পুত্র সন্তান কামনার্থে এই পুজো শুরু করেছিলেন, আজও রীতি মেনে এই পুজো চলে আসছে এই গ্রামে। এই গ্রামে দুর্গার প্রতিমা হয় না তাই জগদ্ধাত্রী পুজোয় এই গ্রামের মূল পুজো। চার দিন ধরে চলে এই পুজো। এই পূজার বৈশিষ্ট্য রয়েছে মহা নবমীর দিন। একটি চুলোতে ২৩ টি মাটির হাড়ি বসিয়ে অন্য ভোগ রান্না হয়।

গ্রামের মানুষ ছাড়াও আশপাশের গ্রামের মানুষও আজকের দিনে এই মহাপ্রসাদ গ্রহণ করতে ছুটে আসেন এই শিয়ালডাঙ্গায়। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে মিলন মেলা হয়ে ওঠে এই শিয়ালডাঙ্গা গ্রাম। ৮৮ বছর ধরে পুজ মণ্ডপে যাত্রার আসর বসে আজও গ্রামের মানুষজন এই যাত্রাপালায় অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here