পুরুলিয়া : মহিলা স্বাস্থ্যকর্মীর মৃতদেহ নিয়ে জেলা স্বাস্থ্য ভবনে বিক্ষোভ প্রদর্শন করলেন জেলার ৫০০ এরও বেশি মহিলা স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার স্বাস্থ্য আধিকারিকদের উপযুক্ত শাস্তির পাশাপাশি মৃত স্বাস্থ্যকর্মীর পরিবারের একজনকে সরকারি চাকরির দাবিতে পথ অবরোধে সামিল হন স্বাস্থ্যকর্মীরা। প্রায় তিন ঘণ্টা অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। স্বাস্থ্যকর্মীদের দাবি পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের তুনতুড়ির বাসিন্দা রিঙ্কু গরাই কে নিয়মবাহীরভূতভাবে স্বাস্থ্য ভবনের ডেকে জেরা করেছেন স্বাস্থ্য আধিকারিকরা এবং তার উপর মানসিক অত্যাচার করা হয়েছে। কৃষ্ণা দাস নামের এক স্বাস্থ্য আধিকারিক সোমবার কাজের সময় শেষ হবার পরও সন্ধ্যে পাঁচটা সময় রিঙ্কুকে স্বাস্থ্য ভবনে ডাকে। রিংকু জানিয়ে ছিল তার এলাকায় হাতির উপদ্রব থাকায় সন্ধ্যায স্বাস্থ্য ভবন যাওয়া সম্ভব নয়। তবে তার অনুরোধ কে অমান্য করেই তাকে স্বাস্থ্য ভবনের ডাকা হয় এবং ফেরার পথে রাত হয়ে যাওয়ায় পথদুর্ঘটনায় রিংকুর মৃত্যু হয়। আন্দোলনকারী স্বাস্থ্য কর্মীদের দাবি রিংকুর মৃত্যুর জন্য স্বাস্থ্য ভবনের আধিকারিকরায় দায়ি। তাই অবিলম্বে স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে কড়া শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here