Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

9 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করলো পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লক।

করোনা মহামারী ও আমফান মোকাবিলায় ব্যর্থ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের প্রতিবাদে ও জনজীবনের ৯ দফা দাবীতে সারা রাজ্য জুড়ে বিডিওর মাধ্যমে মুখমন্ত্রী কে গন ডেপুটেশন। এই উপলক্ষে মঙ্গলবার জয়পুর, কোটশিলা, ঝালদা, ইচাগ, জারগো তে পথ সভা অনুষ্ঠিত করলো পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লক। এদিন বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মিহির মাঝি, প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো, জেলা নেতা দেবরঞ্জন মাহাতো, চন্দন চট্টোপাধ্যায়, জয়সিং মাহাতো প্রমুখ।

Exit mobile version