খবর আনন্দ-ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার আদ্রা আসানসোল রেল পথের মধুকুণ্ডা স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ মৃতের নাম সন্তোষ ঠাকুর (30) জানিয়েছেন। তার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার একটি গ্রামে। বর্তমানে সে সাঁতুড়ি থানা এলাকায় একটি সেলুনে কাজ করতেন। লকডাউন এ সেলুন বন্ধ থাকায় টান পড়েছিল তার ব্যবসায়। বাড়ি ফিরতে চাইলেও ফিরতে পারিনি। এলাকাবাসীরা জানিয়েছেন কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সন্তোষ। সেই কারণে মাল গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সন্তোষ। রেল পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ,দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।