পুরুলিয়া : লকডাউন এর জেরে স্কুল ছাড়া বহুদিন বই খাতার সঙ্গে সম্পর্ক থাকলেও ফাঁকা সময়ে মূর্তি গড়ার ইচ্ছে ইচ্ছে ছিল তার। এই লকডাউন এর সময় কে কাজে লাগিয়ে নিজের প্রতিভা তুলে ধরল মূর্তি গড়াই পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আঢড়া গ্রামের ক্লাস এইট এর ছাত্র বিশ্বজিৎ দাস। প্রায় এক মাস ধরে তিল তিল করে বিভিন্ন জিনিসপত্র জোগাড় করে দুই ফুটের মনসা প্রতিমা গোড়ে ফেললেন বিশ্বজিৎ দাস। আজ মনসা পূজো নিজের তৈরি করা মা মনসার মূর্তি পুজো হবে তার বাড়িতে। তার অভিনব প্রতিভা দেখে প্রশংসা করেছেন পরিবারের লোকজন সহ পাড়াপড়শিরা।