পুরুলিয়া : দুটি আগ্নেয় অস্ত্র ও 9 রাউন্ড গুলি সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তাল জানান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার নাগাদ বান্দোয়ান থানায় নান্না গ্রামের বাসিন্দা কৃতিবাস সিংহ মহাপাত্র জানান তার বাড়িতে ঝাড়খণ্ডের কয়েকজন লোক এসে অস্ত্রশস্ত্র নিয়ে তার ছেলে তুফান সিংহ মহাপাত্রকে লক্ষাধিক টাকা চেয়ে হুমকি দিচ্ছে। তুফান সিংহ মহাপত্রা পেশায় ঝাড়খণ্ডের ঘাটসিলার ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বান্দোয়ান থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৫ জন যুবককে দেখতে পান,তাদের মধ্যে ২ জনের হাতে ২টি আগ্নেয় অস্ত্র ছিল বলে দাবি পুলিশের। তার মধ্যে ১টি বড়ো রাইফেল ও ১টি পিস্তল। সেখানে পাশেই একটি সাদা রঙের স্করপিও গাড়ী দেখতে পায় পুলিশ।গাড়ীতে ৩ টি স্টিকার লাগানো ছিল।তার মধ্যে ১টি বিজেপির লোগো লাগানো স্টিকার ও একটি মহামন্ত্রী ভারতীয় জনতা পার্টির স্টিকার লাগানো ছিল। গাড়িটি সহ ৫ জনকে থানায় নিয়ে আসে বান্দোয়ান থানার পুলিশ। নান্না গ্রামের বাসিন্দা তুফান সিংহ মহাপাত্র অভিযোগ করেন ঘাটসিলার থানার বাসিন্দা তুষার দত্ত সহ এই ৫ জন এসে দেড় লক্ষ্য টাকার তোলা চেয়ে হুমকি দিতে থাকে। এমনকি মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তুফান বাবু। পুলিস তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলির বৈধ লাইসেন্স দেখতে চায়, কিন্তু পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।তারপরেই তাদের গ্রেফতার করে পুলিস।ধৃতদের নাম তুষার দত্ত, সত্যজিৎ অধিকারী, তপন হরি, দেবাশীষ দত্ত এবং রাজেশ কুমার। প্রথম ৪ জনের বাড়ী ঝাড়খণ্ডের ঘাটসিলা থানার কাসিডা গ্রামে। অন্য জনের বাড়ী ঝাড়খণ্ডের জাদুগরা থানার তেতুলডাঙা কপার মেন রোড এলাকায়।তাদের বিরুদ্ধে ৪৮৪/৩৮৬/৩২৩/৫০৬/১২০ বি ও ২৫/২৭অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের মধ্যে 2 জনকে পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ তবে তাদের গাড়িতে বিজেপির স্টিকার লাগানো ছিল কেন এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।