Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

হুড়া,বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান।

হুড়া ব্লকের লালপুরের তৃণমূল পার্টি অফিসে রখেড়া-বিশপুরিয়া অঞ্চলের বিজেপি ও সিপিএমের DYFI ও SFI এর ৭ জন নেতৃত্ব ও ৩০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলার সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা সভাপতি প্রসেনজিৎ মাহাতো।

Exit mobile version