পুরুলিয়া জেলার রেল শহর আনাড়ায় আনাড়া পাটিল রেল অবকাঠামো প্রাইভেট লিমিটেডের উদ্যোগে রেল স্লিপার কারখানায় কর্মরত শ্রমিকদের দেওয়া হল করোনার টিকা। এদিন মোট দেড়শ জন শ্রমিককে কভি শিল্ডের টিকা দেওয়া হয়। সংস্থার জেনারেল ম্যানেজার আরএস কুলকার্নি জানান কারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই উদ্যোগ। ইতিমধ্যেই কারখানায় কর্মরত ৪০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে আজ আরো ১৫০ জনকে করোণার টিকা দেওয়া হয়।সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানায় কর্মরত শ্রমিকরা।