Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

স্বেচ্ছাসেবি সংঘটন people helping people এর উদ্যোগে কম্বল বিতরন ।

ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।

বর আনন্দ-রবিবার রঘুনাথপুর শহরে এক স্বেচ্ছাসেবি সংঘটন people helping people এর উদ্যোগে একটি কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এই অনুষ্ঠানে 50 জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়,এই অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় ছিলো রঘুনাথপুর ও পার্শ্ব বর্তী এলাকার কিছু যুবক ও এলাকার মানুষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘনাথপুর থানার ভারপ্রাপ্ত A.S.I গৌতম বাঙাল ও বিশিষ্ট সমাজ সেবক তপন সাহা ।
পরবর্তী কালে আরো কিছু গরীব মানুষ যারা বাড়ী থেকে বেরোতে পারেন না বিভিন্ন প্রতিকূলতার জন্যে,তাদের বাড়িতে কম্বল দিয়ে আসবে বলে জানানো হয় সংগঠনের উদ্যোক্তারা।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

Exit mobile version