আদিবাসীদের সারনা ধর্মকে মান্যতা দেয়ার দাবি ও আদিবাসীদের উন্নয়নের একাধিক দাবি নিয়ে রেল অবরোধ করল সেঙ্গেল অভিযান নামে আদিবাসী সংগঠন । রবিবার আদ্রা ডিভিশন এর আদ্রা চান্ডিল রেলপথের উর্মা স্টেশন ও আদ্রা আসানসোল রেল পথের মধুকুণ্ডা স্টেশনে সংগঠনের পক্ষ থেকে রেল অবরোধ করা হয়। ঘন্টা খানিক অবরোধ চলার পর জিআরপি এবং আরপিএফ এর মধ্যস্থতায় উঠে যায় অবরোধ।