পুরুলিয়া (কাশিপুর) : লোকাল ট্রেন চালানো নিয়ে কার্যত রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের টালবাহানা চলছে। এক কথায় বলা যায় প্রহসন চলছে। একাধিক লোকাল ট্রেন চলাচল বন্ধ রেখে মাত্র ছয়টি লোকাল ট্রেন চালু করেছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে।  লোকাল ট্রেন চালুর দাবিতে জেলা জুড়ে ধারাবাহিকভাবে আন্দোলন করছে সিপিআই(এম) কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের শাসক দল  নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। লকডাউন এর আগে যে সমস্ত লোকাল ট্রেন আদ্রা ডিভিশনে চালু ছিল সেই সমস্ত লোকাল ট্রেন চালু করা,এক্সপ্রেস ট্রেনের নাম দিয়ে লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো বন্ধ করা সহ একাধিক দাবি জানিয়ে মঙ্গলবার সিপিআই(এম ) কাশিপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিরজাম স্টেশনে অবস্থান-বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।  উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কাশীনাথ ব্যানার্জি সহ সুরেন্দ্রনাথ মাঝি, শীতল সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here