Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

সদ্যোজাত পুত্রসন্তান উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগমুন্ডি তে।

খবর আনন্দ, ঝোপের মধ্যে থেকে সদ্যজাত পুত্র সন্তান উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সকালে বাগমুন্ডি থানা অন্তর্গত নেতাজি সুভাষ মহাবিদ্যালয় পাশের একটি ঝোপ থেকে এই সদ্যোজাত পুত্র সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসে গ্রামবাসীরা। খবর দেয়া হয় বাগমুন্ডি থানা পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সদ্যোজাত বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে এই বাচ্চাটি কে পুরুলিয়ার চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। থাইল্যান্ড লাইন শিশুটিকে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করেছে।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

Exit mobile version