খবর আনন্দ-রবিবার 26শে জানুয়ারি 2020 সচেতন নাগরিক মঞ্চ পুরুলিয়া জেলার আয়োজনে নাগরিক সম্মেলন কার্যক্রম অনুষ্ঠিত হলো হরিপদ সাহিত্য মন্দিরের জগদীশ হলে। ABRSM সহ বিভিন্ন আনুষঙ্গিক সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে সভার প্রদীপ প্রজ্জলন করেন বিশিষ্ট সমাজসেবক তথা বুদ্ধিজীবি তিলক রঞ্জন বেরা মহাশয়। সভাপতিত্ব করেন মাননীয় অতুল চন্দ্র মাহাত মহাশয় । উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিবেকানন্দ চ্যাটার্জী, গৌতম মুখোপাধ্যায়, পার্থ গাঙ্গুলী ও বিশিষ্ট সমাজসেবক কাজল বরন সিংহ, অরুন সিনহা,তড়িৎ মাহাত প্রমুখ। তিলক রঞ্জন বেরা মহাশয় খুবই সুন্দর ভাবে বুঝিয়ে দেন কিভাবে এক স্বার্থান্বেষী শেনী CAA সমন্ধে ভুল বার্তা সমাজে ছড়াচ্ছে, আর এর প্রতিবাদে আমাদের CAA সমর্থনে জাতি দল নির্বিশেষে সরকারের পাশে থেকে ছোট ছোট আলোচনাচক্রের মাধ্যমে সমাজকে সচেতন করতে হবে। সমগ্র অনুষ্ঠান সুচারু রূপে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক অম্বুজ তিওয়ারি মহাশয় ।কার্যক্রমটি জাতীয় সঙ্গীত জন গন মন গাওয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com













