Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

শ্রদ্ধার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস।

আদ্রা : শ্রদ্ধার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস।
সোমবার আদ্রা নিগমনগর জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন আদ্রা সার্কেলের স্কুল পরিদর্শক সাব ইন্সপেক্টর। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর কলকাতার, জেলা ব্যক্তিত্ব, স্কুলের ছাত্র ছাত্রী, প্রধান শিক্ষক ও শিক্ষিকারা।

Exit mobile version