পুরুলিয়া (কাশিপুর): মোবাইল ফোনে ইন্টারনেট গেমের আশক্তি থেকে ছোটদের রক্ষা করতে এবং ফুটবলে উৎসাহিত করতে সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উদ্যোগে এআইএফএফ ন্যাশনাল চিলড্রেনস ডে 2021 পালিত হল পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম কাশিপুর থানার কালাঝোর নবীন সংঘের মাঠে। সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব( পুরুলিয়া শাখা) ও কালাঝোর নবীন সংঘের যৌথ সহযোগিতায় এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে আশেপাশের গ্রাম গুলো থেকে অসংখ্য শিশু খুবই উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এআইএফএফ গ্রাসরুট ফুটবল কোচিং ক্যাম্পের আজকে উদ্বোধন হয়। উদ্ধোধন করেন আইএফএ অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়নস গোল্ডেন বেবি লিগের লিগ অপারেটর এবং সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সচিব সামসুল আলম। এই প্রশিক্ষণ ক্যাম্প সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এবং কালাজ্বর নবীন সংঘ যৌথভাবে এলাকার শিশু-কিশোরদের ফুটবলে আগ্রহী করে আগামী দিনে ভারতীয় ফুটবলে নতুন তারকা তুলে আনার সংকল্প নিয়েই আজকের যাত্রা শুরু করবে বলে জানান এলাকার বিশিষ্ট ফুটবলার সুরজিৎ মাহাতো। এছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক স্বপন প্রামানিক।