পুরুলিয়া (পাড়া) : শেয়ালের কামড়ে জখম ১১জন। বুধবার সকালে পুরুলিয়া জেলার পাড়া থানার কেল্যাহি গ্রামে ঘটনাটি ঘটে। আহত গ্রামবাসীদের চিকিৎসা জন্য পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।
গ্রাম বাসীরা জানায় বুধবার সকাল এগারোটা নাগাদ কেল্যাহি গ্রামের একটি পুকুরের পাশে স্নান করেতে যাওয়ার সময় কয়েক জনকে কামড় দের একটি শেয়াল। পরে মাঠে চাষের কাজে কর্মরত কয়েক জনকে কামড় দেয় শিয়ালটি। পাড়া বন দপ্তরে কে ঘটনার খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পাড়া ব্লকের জয়েন্ট বিডিও পঙ্কজ উপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, ও পাড়া ফরেস্ট রেঞ্জের বিট অফিসার সেক নিজামুদ্দিন। ঘটনার পর সিরিয়ালের খোঁজ শুরু করে বনদপ্তর। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গ্রামের।