কাশীপুরের ক্রশজুড়ি বুড়ো বাবা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার আরম্ভ করলেন কাশিপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী কমলাকান্ত হাঁসদা এদিন তার স্ত্রী গীতা হাঁসদা কে নিয়ে শিব মন্দিরে পুজো দিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার আরম্ভ করেন কমলাকান্ত হাঁসদা। এদিন তিনি জানান কাশিপুর বিধানসভা এলাকাবাসীর মানুষের মঙ্গল কামনা করে
আজ আমরা প্রচার আরম্ভ করলাম। মানুষের আশীর্বাদে কাশিপুর বিধানসভায় বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে।