একদিকে মরণ ভাইরাস করোনার থাবায় গোটা বিশ্ব প্রায় লকডাউন, তারপর চলছে গ্রীষ্মকাল । এই চরম সংকটজনক পরিস্থিতিতে রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামের এক মহিলা মেমজান বিবির O+ রক্তের প্রয়োজন দেখা গেলে, তাকে রক্তদান করতে এগিয়ে এলেন রঘুনাথপুর নেহেরু যুব কেন্দ্রের সুকান্ত মন্ডল নামে এক এন ওয়াই ভি। এই সঙ্কটজনক পরিস্থিতিতে রক্ত পেয়ে খুশি হয়েছেন রোগীর পরিবারের লোকজন।
সুকান্ত মন্ডল জানান তিনি বরাবরই সাধারণ মানুষের যেকোনো অসুবিধায় পাশে এসে দাঁড়ান ভবিষ্যতেও একইরকমভাবে পাশে দাঁড়াবেন তিনি এও জানান এই সঙ্কটজনক পরিস্থিতিতে সকলে বাড়িতে থাকুন সুস্থ থাকুন।