Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

রেল কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার।

খবর আনন্দ-আদ্রা ডিআরএম অফিসর মন্ডল(মুখ্য) কার্যালয় পরিচালন বিভাগের প্রধান করণিক ঝুলন্ত দেহ দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সকাল ন’টা নাগাদ তার ঝুলন্ত দেহ দেখতে পায় সহকর্মীরা।ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর দেয়া হয় আদ্রা থানার পুলিশকে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম স্বপন গড়ায়( 52)। বাড়ি পুরুলিয়া শহরে। আদ্রা ডিআরএম অফিস এর পরিচালন বিভাগের প্রধান করণিক পদে কর্মরত ছিলেন। মৃত্যুর কারণের তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ।

Exit mobile version