পুরুলিয়া : রাখে হরি তো মারে কে কার্যত এই প্রবাদ সত্যি হলো পুরুলিয়ার স্টেশনে।চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ৮০ বছরের এক বৃদ্ধ ট্রেন যাত্রীর প্রাণ বাঁচালেন পুরুলিয়া স্টেশনে কর্মরত আরপিএফ এর জওয়ানরা। রবিবার সকালে পুরুলিয়া স্টেশন এর তিন নম্বর প্লাটফর্মে এই ঘটনায় হতভম্ব সকলেই। আরপিএফ সূত্রে খবর ঝাড়খণ্ডের গলমুরি থানা এলাকার সুনীল বারলা জামশেদপুর যাওয়ার জন্য পুরুলিয়া স্টেশন পৌঁছেন। সেই সময় স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল পুরী নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস । ভুল করে সুনীল বারলা সেই ট্রেনে উঠে পড়েন। ট্রেন ছাড়তেই তিনি নিজের ভুল বুঝে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেন এবং প্ল্যাটফর্ম এর মাঝে পড়ে যান। সঙ্গে সঙ্গে ঘটনাটি কর্মরত আরপিএফ এর জওয়ানদের নজরে আসে। তারা ছুটে গিয়ে বৃদ্ধ যাত্রীকে উদ্ধার করেন। নতুন জীবন পেয়ে আরপিএফ এর এই কাজের ভুরিভুরি প্রশংসা করেন সুনীল বারলা। আরপিএফ এর সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধ যাত্রীকে টাটা যাবার সঠিক ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here