হাসপাতালে বাথরুম থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। মঙ্গলবার রাত 10.30 নাগাদ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মাতৃ প্রতীক্ষালয় এর শৌচাগারে এই ঘটনাটি ঘটে। পুলিশ মৃত্যুর নাম লক্ষ্মী বাউরী 27 জানিয়েছে। তার বাড়ি নিতুরিয়া থানার রুগুডী গ্রামে। হাসপাতাল সূত্রে জানা যায় কত 18 তারিখে ওই মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। কুড়ি তারিখ রাতে একটি কন্যা সন্তানের জন্ম দেন লক্ষী বাউরী। শিশুটি অসুস্থ হয়ে যাওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতালের নবজাতক পরিষেবা কেন্দ্রে ভর্তি করা হয়। এবং তার মা লক্ষি বউটিকে মাতৃ প্রতীক্ষালয় থাকতে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায় 5 বছর আগে ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ জেলার নির্সা এলাকায় লক্ষ্মী বাউরির বিয়ে হয়। তার দুই বছর বয়সী আর একটি কন্যা সন্তান রয়েছে। হাসপাতালের ডাক্তার সুমন মজুমদার জানান লক্ষ্মী বাউরির শিশু কন্যা অসুস্থ থাকায় তাকে হাসপাতালে এস এন সি ইউ বিভাগে ভর্তি থাকায় তার মাকে মাতৃ প্রতীক্ষালয় থাকতে দেওয়া হয়। মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষালয় শৌচাগারের দরজা দীর্ঘক্ষন বন্ধ থাকায় তার আত্মীয়-স্বজন বিষয়টি স্বাস্থ্যকর্মীদের জানান। এরপর শৌচাগারের দরজা ভেঙ্গে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । খবর দেয়া হয় রঘুনাথপুর থানার পুলিশকে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে এই মহিলা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।