রাজীব বন্দ্যোপাধ্যায় সহ 5 জন মন্ত্রী আজকের কেবিনেটের বৈঠকে যাননি, কে আছে তৃণমূলে কে নেই সেটা আগামীকাল বোঝা যাবে। মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে পারছেন না তাই প্রতিদিন খোঁজ নিচ্ছেন কে আছে কে নেই। আমরা বলেছি পার্টিটা থাকবে না তাই ইলেকশন পর্যন্ত পার্টিটা পৌঁছতে পারবে না । যদি কেউ আমাদের পার্টিতে আসতে চান তাহলে আমরা ভাববো। মঙ্গলবার রাতে রঘুনাথপুর শহরের মুনসেফডাঙায় রঘুনাথপুর বিধানসভা কার্যালয় উদ্বোধন করতে এসে এই কথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি আরো জানান পুরুলিয়া জেলার নটি আসনেই বিজেপি জয়লাভ করবে। সেমিফাইনালে আমরা জিতে গেছি। আমরা বলেছিলাম 19 এ হাফ 21 এ সাফ। 200 আসনে জয়লাভ করবে বিজেপি। পরিবর্তন জঙ্গলমহল থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং থাকবে পৌঁছবে। পাশাপাশি এদিন তিনি বলেন যারা যারা চলে আসবেন সবাইকে দলে নিতে হবে। সমাজের সমস্ত স্তরের মানুষ যেন বিজেপিতে যোগদান করেন।