পুরুলিয়া (রঘুনাথপুর) : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে কংগ্রেসের জনজাগরণ পদযাত্রা আয়োজিত হল পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। রবিবার রঘুনাথপুর শহরের ব্লক ডাঙ্গা কংগ্রেসের কার্যালয় থেকে এই মিছিল সংঘটিত হয়ে শহর পরিক্রমা করে নন্দুয়ারা মোড়ের কংগ্রেস কার্যালয়ে সমাপন হয়। এদিন এই মিছিলে পা মেলান বাগমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বলরাম মাহাতো,সম্পাদক মৃত্তুঞ্জয় চৌধুরি, রঘুনাথপুর শহর সভাপতি তারক পরামানিক সহ একাধিক নেতা ও কর্মীরা। এদিন নেপাল মাহাতো দাবি করেন অবিলম্বে কৃষক আন্দোলনের শহীদ কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। রাজ্য সরকারকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কমাতে হবে, তিন মাসে নয় প্রতি মাসে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে হবে।