রঘুনাথপুর : রঘুনাথপুর শহরের একটি কাপড় দোকানে আগুন লাগা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার বিকেলে রঘুনাথপুর শহরের বাস স্ট্যান্ড লাগোয়া একটি কাপড় দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও রঘুনাথপুর থানার পুলিশ। এরপরই শুরু হয় শহর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ।বৃষ্টি এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেরকম ক্ষয়ক্ষতি হয়নি দমকল সূত্রের খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রঘুনাথপুর বিধানসভার প্রার্থী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারী বাউরী।