পুরুলিয়া : পুরুলিয়ার জেলার ঐতিহ্যবাহী কালিপুজো রঘুনাথপুর থানা অন্তর্গত মৌতড়ের কালিপুজো। প্রায় তিনশ বছর পুরনো এই পুজো জেলার সর্ববৃহৎ পুজো বলে পরিচিত। রাজ্যের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝারখণ্ড থেকে লক্ষাধিক পূর্নার্থীর সমাগম হয় এই মন্দিরে। গতবছর থেকে করোনা অতিমারীর কারনে পূর্নার্থীর সংখ্যা কম হলেও প্রচুর দর্শনার্থীর ভিড় জমে এই মন্দিরে। তাই বুধবার এই মন্দির প্রাঙ্গন সরেজমিনে পরিদর্শন করে সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখলেন জেলা পুলিস সুপার এস সেলভা মুরুগান। তিনি জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পুজো কমিটি সদস্যরা পরিচালনা করছেন তা খতিয়ে দেখা হল। এছাড়াও পার্কিং এর ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলি ক্ষতিয়ে দেখলেন তিনি পাশাপাশি সবাইকে কোভিড বিধি মেনেই পুজো প্রাঙ্গণে প্রবেশ করার বার্তা দিলেন তিনি।