বহুজাতিক সংস্হার স্বার্থে মোবাইল ফোনের রিচার্জ ও ডাটা প্ল্যানের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ যুব সংগঠন AIDYO এবং ছাত্র সংগঠন AIDSO-এর পক্ষথেকে পুরুলিয়া শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিল জুবিলি পার্ক থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড, হাটের মোড় হয়ে কোর্ট মোড়ে শেষ হয়। এই মিছিলের শেষে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুব সংগঠন AIDYO-র পুরুলিয়া জেলা সম্পাদক স্বদেশপ্রিয় মাহাত এবং ছাত্র সংগঠন AIDSO-র পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা যশোদা মাহাত।