Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

মানবাজার ১, সলিড এন্ড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন।

মানবাজার 1 নম্বর ব্লকের অন্তর্গত জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতে Solid & Liquid resource management unit উদ্বোধন করলেন মানবাজার বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যারানী টুডু।উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্ম্মাধ্যক্ষ গুরুপদ টুডু, মানবাজার ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিলাদ্রি সরকার ও পঞ্চায়েতের প্রধানসহ সদস্য-সদস্যাগণ।

Exit mobile version