বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়া জঙ্গলমহল এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সকালে জেলার বাগমুন্ডি থানা অযোধ্যা পাহাড়ের হিলটপ, কোটশিলা থানার বেগুনকোদর, মুরগুমাসহ বলরামপুর থানার একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি উদ্ধার করেছে পুলিশ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও কেন্দ্রীয় কৃষি বিল বাতিল করার দাবি সহ পুলিশ দ্বারা সাধারণ মানুষকে হেনস্থা করা চলবে না , রেশন ডিলার সাধারণ মানুষকে হেনস্থা করা চলবে না বলে পোস্টগুলিতে লেখা রয়েছে। পোস্টারের নিচে সিপিআই মাওবাদী লেখা রয়েছে।বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।