পুরুলিয়া- বিজেপি সরকারের তিনটি কালা কৃষি আইন এবং জনবিরোধী বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবিতে আজ “সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে” ভারত “বনধ”- সফল করতে জেলা জুড়ে পিকেটিং ও মিছিল করল এস ইউ সি আই (সি) এবং তার কৃষক সংগঠন ” অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের নেতা কর্মীরা। লালপুর মোড়ে সংগঠনের নেতা কর্মীরা সকাল ৭টায় মিছিল করার পর দুঘন্টার বেশী সময় ধরে জাতীয় সড়ক রাস্তা অবরোধ করে পিকেটিং করে। রঘুনাথপুর শহরেও এল আই সি অফিস চত্বর থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল ক্ষুদিরাম চক, সিনেমা হল মোড় হয়ে দলীয় অফিসে এসে শেষ হয়। পুরুলিয়া শহরেও দলীয় অফিস থেকে শুরু হয়ে ট্যাক্সিস্ট্যান্ড, স্টেশন হয়ে নীলকুঠি ডাঙ্গাতে শেষ হয়। আড়ষাতে মিছিল হয় সারা শহরজুড়ে। বাগমুন্ডির সুইসা, মার্কেট, ঝালদা শহর, কোটশিলা বাজার, সাঁতুড়ীর মধুকুন্ডা স্টেশন বাজারে মিছিল ও পিকেটিং করা হয়। দলের জেলা সম্পাদক অসিত ভট্টাচার্য জানান যে, কেন্দ্রের কালা কৃষি ও বিদ্যুৎ নীতির বিরুদ্ধে ” সংযুক্ত কিষাণ মোর্চার” ডাকা ভারত বনধ-কে সফল করার জন্য জেলা জুড়ে আমাদের নেতা-কর্মী-সমর্থক সকলেই পিকেটিং -মিছিল করেছে। সর্বত্র ভালো সাড়া পাওয়া গিয়েছে। পাশাপাশি যেসমস্ত মানুষ বনধে সাড়া দিয়েছেন তাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।