পাড়া -(সত্যজিৎ বাউরী)জবড়রা জাপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন করার পর এবার ভাউরীডী গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন করল তৃণমূল কংগ্রেসল্ল। সোমবার পুরুলিয়া জেলার পাড়া ব্লকের অন্তর্গত ভাউরিডি গ্রাম পঞ্চায়েতে 7-3 ভোট পেয়ে নতুন প্রধান হলেন তৃণমূলের বিকাশ মাঝি। অনাস্থা ভোটের তলবি সভায় এই গ্রাম পঞ্চায়েতে 4-6 ভোটে হেরে যায় বিজেপির প্রধান চায়না বাউরী। এরপর তিনি তৃণমূলে যোগদান করেন। মোট 11 টি আসনের এই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনের নিরিখে পাঁচটি আসনে বিজেপি পাঁচটি আসনের তৃণমূল কংগ্রেস একটি আসনে নির্দল জয়লাভ করে। নির্দল এর সমর্থনে পঞ্চায়েতের প্রধান গঠন করে বিজেপি। মাস কয়েক আগে বিজেপির 1 পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়। এরপর বিধানসভা নির্বাচনের পর বিজেপির এক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। এদিন গোপন ব্যালটের মাধ্যমে সাতটি তৃণমূল প্রধানের পক্ষে ভোট দান করেন সদস্যরা। তিনটি ভোট পেয়ে পরাজিত হয় বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতি পুলক বেনার্জী জানান এলাকায় মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল তাই এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপি সদস্যরা তৃণমূল কংগ্রেস যোগদান করেন এবং এলাকার উন্নয়নের জন্য আজ তৃণমূলের প্রধান গঠন করা হয়। তিনি জানান এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বিজেপির জেলা সম্পাদক বৃন্দাবন মন্ডল এর দাবি তাদের সদস্য ও নেতাদের ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান গঠন করছেন। এতে বিজেপির কোন ক্ষতি হবে না।।