ভয়াবহ অগ্নিকাণ্ড রঘুনাথপুর ১ নম্বর ব্লকের দুরমুট গ্রামে
মঙ্গলবার রাত্রে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের দুরমুট গ্রামের ধর্ম মন্দিরের পার্শ্ববর্তী স্থানে সত্যম কৈবর্তের ধানের খামারে খড়ের গাদায় আগুন লেগে যায় । পরপর চার থেকে পাঁচটি খড়ের গাদায় আগুন লাগায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর দমকল বাহিনী তারা তাদের একটি ইঞ্জিন এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালয়। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনায় কোন মানুষের কোনো হতাহতের খবর নেই তবে খামারবাড়ি এবং অনেক ধানের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।