মায়ের নামে স্কুলের পড়ুয়াদের জন্য পানীয় জলের ওয়াটার পিউরিফায়ার এবং কুলার স্থাপন করলেন রঘুনাথপুরের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের এক বাস্তুকার। রঘুনাথপুর গার্লস হাই স্কুলে সোমবার সেই যন্ত্রটির সূচনা করা হয়। স্কুল সুত্রে জানা গিয়েছে, স্কুলে পানীয় জলের সমস্যা রয়েছে এই কথা জানতে পেরে নিজের মায়ের নামে সেখানে বিশুদ্ধ পানীয় জলের যন্ত্র বসানোর আগ্রহ প্রকাশ করেন বাস্তুকার তরুণ কুমার দাস। সেই ইচ্ছা অনুযায়ী এদিন যন্ত্রটির সূচনা করা হয়। রঘুনাথপুর গার্লস হাই স্কুলের প্রধানশিক্ষিকা মৌটুসী চন্দ্র জানান, স্কুলের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এদিনের এই উদ্যোগে উপকৃত হবে পড়ুয়ারা।