রঘুনাথপুর বিধানসভার মন্ডল ভিত্তিক সন্মেলন BJP -র। বুধবার রঘুনাথপুর শহরের বিজেপির দলীয় কার্যালয়ের সামনে BJP -র রঘুনাথপুর বিধানসভা মন্ডল ভিত্তিক সম্মেলন আয়োজিত হয়।উপস্থিত ছিলেন BJP – র কেন্দ্রীয় এস টি মোর্চার সম্পাদক ক্ষুদিরাম টুডু,পুরুলিয়া জেলা BJP -র সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী,অন্যান্য জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব ও কার্যকর্তাগণ।