পুরুলিয়া (রঘুনাথপুর) : প্রায় 18 ঘন্টা পর বিদ্যুতের হাইটেনশন টাওয়ার থেকে নামল এক ব্যক্তি। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত নতুনডি গ্রাম পঞ্চায়েতের জোড়াডি গ্রামের অদূরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায় জড়ালি গ্রামের বাসিন্দা অমর নাথ মুর্মু 45 গতকাল সন্ধ্যায় গ্রামের পাশের একটি ধান ক্ষেতের সামনের হাই টেনশন টাওয়ারে হঠাৎ উঠে পড়ে। গ্রামের মানুষজন দেখে তাকে নামানোর চেষ্টা করে তবে তারা বিফল হয়। ঘটনার খবর দেয়া হয় স্থানীয় পুলিশ ও দমকল বিভাগ কে। পুলিশের তৎপরতায় দ্রুত ওই হাই টেনশন টাওয়ার এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। গতকাল সন্ধ্যা থেকে পুলিশ, দমকল বিভাগের কর্মীরা ও বিপর্যয় মোকাবিলার দল অমর কে হাই টেনশন টাওয়ার থেকে নামানোর চেষ্টা করেন। টাওয়ারের নিচে পাতা হয় বিশাল একটি জাল। এই দৃশ্য দেখতে ভিড় জমে এলাকায়। মঙ্গলবার সকাল দশটা নাগাদ অমর মুর্মু টাওয়ার থেকে নেমে আসে। অমরনাথ মুর্মুর মা সোহাগী মুর্মু জানান অমরনাথ মানসিক ভারসাম্যহীন গতকাল হঠাৎ করে বাড়ি থেকে ছুটে গিয়ে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে। আমরা ও গ্রামের লোকজন তাকে নামতে অনুরোধ করি কিন্তু সে আর নাবে না। খবর দিয়ে স্থানীয় পুলিশকে। মঙ্গলবার সকালে পুলিশ অমরনাথ মুর্মু কে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।