খবর আনন্দ-পুর নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি।।দল ছাড়লেন পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলার মৃত্যুঞ্জয় চৌধুরী।রবিবার অনুগামীদের নিয়ে যোগ দিলেন পুরান দল কংগ্রেসেই।এদিন তাকে দলে স্বাগত জানান পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।।একইসাথে রঘুনাথপুরের বিজেপির নির্বাচনী কার্যালয়টিও রাতারাতি কংগ্রেসের কার্যালয়ে পরিনত হলো।এদিন এই অফিসেই কংগ্রেসে যোগ দিলেন রঘুনাথপুরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৃত্যুঞ্জয়বাবু।প্রসঙ্গত মৃত্যুঞ্জয়বাবু আগে কংগ্রেসের রঘুনাথপুরের শহর কমিটির সভাপতি ছিলেন।২০১৩ ও ২০১৫ সালে দুইবার কংগ্রেসের প্রতীকেই জিতে কাউন্সিলার হয়েছিলেন।২০১৮ সালের জুন মাসে পঞ্চায়েত নির্বাচনের পরে বলরামপুরে সরাই ময়দানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।দল ছাড়ার কারন হিসাবে বিজেপি শাষিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংশোধিত নাগরিকত্ব আইন প্রনয়ন করা।দেশ জুড়ে বিভাজনের রাজনীতি করার মত বিষয়গুলি উল্লেখ করেন মৃত্যুঞ্জয়বাবু।তবে মৃত্যুঞ্জয়বাবুর দল ছাড়ার ঘটনায় রঘুনাথপুর শহরে তাদের দলে সাংগঠনিক কোন ক্ষতি হবেনা বলে পাল্টা দাবি করেছেন বিজেপির জেলা সম্পাদক বানেশ্বর মুখোপাধ্যায়।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com