বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর গ্রেফতারের প্রতিবাদে পুরুলিয়া পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ পুরুলিয়া জেলা যুব মোর্চার ।
গত কাল আসানসোল এ বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জী কে গ্রেফতার করে পুলিশl শনিবার সকালে সেই প্রতিবাদে আসানসোল গিয়ে আন্দোলন শুরু করে রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ l অভিযোগ এদিন তাঁকেও পুলিশ আটক করেl গোটা ঘটনা জানা জানি হতেই রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয় বিজেপি র l এদিন একই ভাবে জেলা যুব মোর্চার সভাপতি নীলোৎপল সিনহা নেতৃত্বে পুরুলিয়া পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ প্রতিবাদ পথ অবরোধ করে l দীর্ঘক্ষণ এই অবরোধ জেরে যান চলাচল ব্যাহত হয় l যদিও পরে সেই অবরোধ তুলে নেয় বিজেপি সমর্থক রা l