পুরুলিয়া : শুক্রবার গাড়াফুসড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলন থেকে জয়পুর ব্লকের রোপ অঞ্চলের দুই জন গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রথু মহালি, মলিন্দ্র সিং ভূমিজ ও বিজেপি ভাইস প্রেসিডেন্ট ঘাসিরাম গোপ,এস সি মোর্চার প্রেসিডেন্ট জিতলাল সিং সহ শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগাদান করলেন ।