বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।
কাশিপুর /পুরুলিয়া-পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সকল রাজনৈতিক দল। তবে এরই মধ্যে বড়সড় ধাক্কা খেলো বিজেপি। রবিবার কাশিপুর দলীয় কার্যালয় জেলা সভাপতি সৌমেন বেলথোরীয়া ও রাজ্য সম্পাদক স্বপন কুমার বেলথোরীয়ার উপস্থিতিতে কালিদহ অঞ্চলের প্রায় চল্লিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিনই পুরুলিয়া জেলা পার্টি কার্যালয়ে বিজেপির সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের কো-অর্ডিনেটর ইন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সৌমেন বেলথোরীয়া।