রঘুনাথপুর,কেন্দ্রের মোদি সরকারের সাত বছর পূর্ণ হওয়ায় একাধিক কর্মসূচি গ্রহণ করল বিজেপি। রবিবার মানুষদের করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক-স্যানিটাইজার বিলি করা হলো এর পাশাপাশি এই মহামারিতে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান বাড়াতে রক্তদান শিবির আয়োজন করা হলো বিজেপির পক্ষ থেকে। রঘুনাথপুর বিধানসভার উদ্যোগে এদিন আড়রা দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করে রঘুনাথপুর বিধানসভা বিজেপি। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা বিজেপি সাংসদ সুভাষ সরকার, রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরী, কাশিপুর বিধানসভার বিজেপি বিধায়ক কমলাকান্ত হাজদা সহ বিজেপির একাধিক পদাধিকারী ও কর্মী সমর্থক।