পুরুলিয়া (রঘুনাথপুর) : আজ পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নাম্বার ব্লকের বড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।সেই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বড়রা অঞ্চলের সক্রিয় বিজেপি কর্মী অনুমতি গারাই,দাসী বাউরি,ভারতী মাহাতো, আশা মাহাতো,আরতি টুডু,শিবু গারাই বিজেপি ছেড়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।