পুরুলিয়া : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মূর্তি , মন্ডপ ভাঙ্গার প্রতিবাদ ও সেখানকার সংখ্যালঘুদের উপরে মৌলবাদীদের বর্বর অত্যাচারের বিরুদ্ধে পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে রঘুনাথপুর মহকুমা আদালত মোড়ের কাছে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি নেতা ও কর্মীরা। সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে এই কর্মসূচিতে শামিল হন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরী, কাশীপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা, পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী সহ জেলার ২ সম্পাদক ও বিজেপি নেতা ও কর্মীরা।