বন্ধ ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার।ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ৭নম্বর ওয়ার্ডের ইউ সি সিনহা রোডে।মৃত যুবকের নাম সন্তু রায় বছর 34 এই যুবকের বাড়ী আসানসোলের সেনরেল বি ব্লকে। দীর্ঘ 7 বছর ধরে এই বাড়িতেই ছিলেন সন্তুবাবু। একটি বেসরকারি সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন তিনি। গতকাল লক ডাউন হাওয়ায় বাড়ী থেকে বের হননি।দুপুর বেলা তার বাড়িতে আসে তারই সহকর্মী ভোলানাথ মল্লিক দুপুরে খাওয়া দাওয়া করেন।সকালে বাড়ী থেকে না বেরলে ডাকাডাকি শুরু করেন ভেতর থেকে কোনো আওয়াজ না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়।সদর থানার পুলিশ এসে দরজা খুললে দুটো চৌকির মাঝে মৃতদেহ পারে থাকে দেখা যায়।মাথার ওপরে সিলিং ফ্যানের সাথে একটি গামছা ঝুলতে দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন সন্তুবাবু। কি কারনে এই ঘটনা ঘটলো পুলিশ তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। কর্মস্থলে কোন সমস্যা না পারিবারিক কোনো সমস্যা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।