পুরুলিয়াতে প্রশাসনিক সভাতে জেল প্রশাসনের কাজকর্ম নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তাতপর্যপূর্ণ ভাবে বদলী হয়ে গেলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।পুরুলিয়ার ডিএম কে বদলী করা হলো আসানসোল পুরনিগমের কমিশনারব পদে।অতিরিক্ত দায়িত্ব হিসাবে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির মুখ্য কার্যনির্বাহী অফিসার হিসাবে।
পুরুলিয়া জেলা শাসকের দায়িত্বে আসছেন হাওড়ার অতিরিক্ত জেলা শাসক রজত নন্দা(IAS)।
প্রশাসনের ব্যাখ্যা এটা রুটিন বদলী।।রাজ্যের আরো কিছু জেলার সাথেই বদলী করা হয়েছে পুরুলিয়ার জেলাশাসককে।