বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রঘুনাথপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত কুলসড়া এলাকায় সরকারি মডেল স্কুল। স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গনে হঠাৎ করে বজ্রপাত হওয়ায় বেশ কিছু এলাকায় আগুন লেগে যায়, ভয়াবহ আগুন দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে এবং দমকল বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, দমকল কর্মী এবং স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্কুল সূত্রে জানা গেছে গরমের ছুটির কারণে স্কুল বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে যদিও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।