পুরুলিয়া,বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। পুরুলিয়া জেলার টামনা থানা অন্তর্গত পাঁড়রামা গ্রামের ঘটনা। মৃত মহিলার নাম সুভদ্রা শহীদ (৩০) বাড়ি টামনা থানা এলাকায়।
শনিবার বিকেল নাগাদ কয়েকজন মহিলা সহ সুভদ্রা সহিস গ্রামের অদূরে ধানক্ষেতে ধানের চারা লাগাতে গিয়ে ছিলন। সেই সময় হঠাৎ বৃষ্টি সাথে বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে সুভদ্রা। স্থানীয় গ্রামবাসিরা তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।