বজ্রাঘাতে বিহারে মৃত পুরুলিয়ার বলরামপুর থানার পারকিডী গ্রামের চার ব্যাক্তির পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন নারী অ শিশু কল্যান মন্ত্রী শশী পাঁজা এবং বিধায়ক রাজ চক্রবর্তী। সোমবার একটি পরিবারের হাতে নগদ ৩ লক্ষ ও দুটি পরিবারের হাতে ২ লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কয়েকদিন আগে ফুল বিক্রি করতে গিয়ে বিহারের পাটনায় গিয়েছিলেন বানজারা পরিবারের কয়েকজন সদস্য। শুক্রবার বিহারের পাটনা জেলার ফতুয়া স্টেশন সংলগ্ন এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয় 4 জনের আহত হন দুজন।নালন্দা মেডিকেল কলেজ হসপিটালে ময়না তদন্তের পর রবিবার চারটি দেহ বলরামপুর পাঁড়কিডি গ্রামে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে বানজারা বস্তিতে।।