Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

ফের করোনায় আক্রান্ত হলেন আর পি এফের আদ্রা ডিভিশনের এক আধিকারিক

ফের করোনায় আক্রান্ত হলেন আর পি এফের আদ্রা ডিভিশনের এক আধিকারিক।ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিকের সাথে আক্রান্ত হয়েছেন আর পি এফের আরো দুই জওয়ান(ASI)।আক্রান্তরা সকলেই আদ্রার ডি আর এম অফিসের সিকিউরিটি কন্ট্রোলে কর্মরত।আক্রান্তদের সকলেরই লালারস পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়।তারপরেই আক্রান্ত দের মধ্যে দুইজনকে বাড়িতেই কোয়রান্টিনে রাখা হয়েছে।আরেকজনকে পুরুলিয়া শহরের কোভিড হাসপাতালে পাঠান হচ্ছে। ঘটনার পর আরপিএফ সিকিউরিটি কন্ট্রোল এর একাংশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

Exit mobile version