সারা ভারত ফরওয়ার্ড ব্লক, আড়ষা লোকাল কমিটির পক্ষ থেকে বুধবার বিডিও এর মাধ্যমে মুখ্যমন্ত্রী র উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করা হয়।
করোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাথ’তার প্রতিবাদে ও জনজীবনের 9 দফা দাবিতে এই ডেপুটেশন।
উপস্থিত ছিলেন মিহির মাঝি, অসীম সিনহা, ধীরেন্দ্রনাথ মাহাতো, তরনী মাঝি ও সুধাকর প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দাবি
- সরকারী চাকুরি হীন প্রতি টি পরিবার কে বিনামূল্যে রেশনের মাধ্যমে চাল ডাল আটা তেল সাবান মাস্ক স্যানিটাইজার দিতে হবে
2, গরীব ও নিম্ন মধ্যবিত্ত প্রতিটি পরিবার কে আগামী এক বছর মাসিক Rs10000/ টাকা অনুদান দিতে হবে
3, কম’হীন ও কম’সন্ধানী বেকার যুবকদের কম সুদে ব্যাংক ঋণ দিতে হবে
4, বছরে 100 দিনের পরিবর্তে 200দিন কাজ গ্রাম ও শহরে চালু করতে হবে
সহ 9 দফা দাবি।