খবর আনন্দ-সরকারি নিয়ম মেনে লক ডাউন চলছে কি না তা খতিয়ে দেখতে প: বর্ধমান ও পুরুলিয়া জেলার সীমানা, দামোদর নদীর নেতাজী সুভাষ সেতু পরিদর্শন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি । সাথে মানুষের কি সমস্যা তাও তিনি খতিয়ে দেখেন। তিনি বলেন ওপার আসানসোল অঞ্চল অরেঞ্জ জোন হাওয়াতে সকলকে কড়া ভাবে সরকারি নির্দেশিকা পালন করতে হবে। এছাড়া সরকার ও পুলিশ প্রশাসনের সহযগিতা করা আমাদের খুব জরুরী। সবাই কে এক সাথে এই মহামারীর মোকাবিলা করতে হবে।