Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

প্রসূতি মহিলাদের সচেতনতামূলক শিবির।

পিত্রাশিষ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ১০ই এপ্রিল ঝাড়গ্রাম জেলার লাউদহ গ্রামে প্রসূতি মহিলাদের জন্য একটি সচেতনতা মূলক আলোচনা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে পিত্রাশিষ ফাউন্ডেশনের তরফে শুভশ্রী সোম একটি সচেতনতা মূলক বক্তব্য রাখেন গর্ভাবস্থায় মহিলাদের যথাযত পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নার্থে যা যা করণীয় সে বিষয়ে। গর্ভবতী মহিলাদের সঠিক পুষ্টি প্রদানার্থে তাদের হাতে তুলে দেয়া হয় আগামী এক মাসের জন্য পুষ্টিকর কিছু খাদ্য ( খেজুর,কাঁচা বাদাম ইত্যাদি) এবং তাদের আগামী দিনের শুভেচ্ছার্থ্যে প্রদান করা হয় নতুন কিছু বস্ত্র। এলাকার বিশিষ্ট আশা কর্মী সুলোচনা ঘোষ সর্বসম্মতভাবে সাহায্যের হাত বারিয়ে দিয়েছিলেন অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্যে। এই সচেতনতামূলক অনুষ্ঠানের আগে পিত্রাশিষ ফাউন্ডেশনের তরফে বাল্য বিবাহ প্রতিরোধে ও এলাকাবাসীকে সচেতন করতে ওই এলাকার স্কুলের ছাত্ৰ ছাত্রীদের নিয়ে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয় এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান সুলেখা নায়েকের তত্ত্বাবধানে। এই পদযাত্রার প্রধান উদ্দেশ্য ছিল বাল্য বিবাহের বিরুদ্ধে জন সচেতনতা গড়ে তোলা এবং গ্রামবাসীদের বাল্যবিবাহের কুপ্রভাব সম্বন্ধে অবগত করা। ফাউন্ডেশনের তরফে ন্যান্সি গুহা একটি বাল্যবিবাহ সচেতনাতা মূলক একটি বক্তব্য রাখেন যার প্রধান উদ্দেশ্য ছিল এলাকাবাসীকে বাল্য বিবাহের কুপ্রভাব সমন্ধে সচেতন করা।

এছাড়াও শতাধিক গ্রামবাসীর পাশে দাঁড়াতে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র বিতরণও ছিল এই কর্মসূচির অন্যতম অঙ্গ। পিত্রাশিষ ফাউন্ডেশনের তরফে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করেন দীপক বন্দ্যোপাধ্যায় এলাকার গ্রাম পঞ্চায়েতের সর্বসম্মত সাহায্যে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের সদস্যা নিয়তি মাহাতো । এছাড়াও উপস্থিত ছিলেন নিশান্ত প্রকাশ, লক্ষী প্রকাশ, ন্যান্সি গুহা, শুভশ্রী সোম, শ্যামলী বেরা , সৌমী রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্রছাত্রীদের বাল্য বিবাহের বিরুদ্ধে এই উদ্দ্যোগে অংশগ্রহনে উৎসাহিত করতে মিষ্টি, চকলেট ও আইসক্রিম বিতরণ করা হয়।

Exit mobile version